এইচ.এম নিজাম:
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা আ.লীগ। গতকাল শনিবার বিকেলে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা মহিলা আ.লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আ.লীগ নেত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, পৌর মহিলা আ.লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সদর উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী সাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা, পৌর মহিলা আ.লীগ নেত্রী আয়েশা আক্তার, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদক ফরহানা ইসলাম রুমাসহ মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানান।