এইচ.এম নিজাম
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মশাল মিছিল করেছে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়ন আ.লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর নেতৃত্বে এই মিছিল বের করা হয়।
মিছিলটি তরপুরচন্ডী ইউনিয়ন আ.লীগের কার্যালয় থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আ.লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের মাটি ও মানুষের হৃদয়ের নেতা ডা. দীপু মনি। তার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র বা অপপ্রচার রুখে দেবে চাঁদপুরের মানুষ।