এইচ.এম নিজাম
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ও বালিয়া ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। উভয় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া।
এসময় তিনি বলেন, চাঁদপুরের উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নামে ষড়যন্ত্রের ও মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আ.লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নূর খান, সদর উপজেলা মহিলা আ.লীগের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা, পৌর মহিলা আ.লীগের সভাপতি শিপ্রা দাস, সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান সাদ্দাম।
বালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজীর পরিচালনায় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি জহির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদারসহ ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় সভায় ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আ.লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।