হাছিনুর আকরাম, চাঁদপুর:
ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে দরিদ্র ১৫ জন শিক্ষার্থীকে অর্থিক সহযোগিতা করা হযেছে। গত ৪মে সোমবার বাংলা বিভাগ থেকে এ অর্থিক সহায়তা দেয়া হয়।
জানা যায়, করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চাঁদপুর সরকারি কলেজ ও বন্ধ রয়েছে। যদিও শিক্ষকরা অনলাইনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছেন। এরই মধ্যে গতকাল চাঁদপুর সরকারি কলেজের ১৫ জন হতদরিদ্র শিক্ষার্থীকে চিহ্নিত করে শিক্ষকদের উদ্যোগে উত্তোলনকৃত ২১ হাজার টাকা বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস বলেন, “শিক্ষার্থীদেরকে বলবো, কলেজ পরিবার সব সময় তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কলেজের কোন শিক্ষার্থী বা তাদের পরিবার আর্থিক কষ্টে থাকলে নিজ বিভাগের শিক্ষকবৃন্দ অথবা কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হল।
এমন উদ্যোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।