রিয়াজ শাওন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহ্তলী গ্রামে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন আটজন মেম্বার প্রার্থী। এর মধ্যে তিনজনই একই বাড়ির। জানা যায়, মোঃ সফিক কারীর নির্বাচনী প্রতীক মোরগ, মোঃ জসিম খানের প্রতীক আপেল, মোঃ রুবেল কারী প্রতীক টিউবওয়েল, মোঃ কামরুল হাসানের প্রতীক ফুটবল, মোঃ আবুল কাসেম কারী প্রতীক তালা, মোঃ হোসেন মিজি ( রিপন) প্রতীক সিলিং ফ্যান, জনাব বিল্লাল হোসেন খানের প্রতীক ঘুড়ি, মোঃ জহিরুল হোক নূরু গাজীর প্রতীক ভ্যান গাড়ি। এদের মাঝে শুধু মাত্র কারী বাড়িতেই তিনজন পদপ্রার্থী রয়েছে। তারা হলেন মোঃ সফিক কারীর নির্বাচনী প্রতীক মোরগ, মোঃ রুবেল কারী প্রতীক টিউবওয়েল, মোঃ আবুল কাসেম কারী প্রতীক তালা। আটজন মেম্বারদের পদপ্রার্থীর সবাই। নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তারা। তবে প্রশ্ন হচ্ছে কে হচ্ছে ওয়ার্ড মেম্বার? কার মাথায় উঠে বিজয়ের মুকুট তা-ই এখন দেখার বিষয়। যদি আর মাত্র দুই দিন পরেই পাওয়া যাবে উত্তর।
ভ্যান গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করা মোঃ জহিরুল হোক নূরু গাজী দৈনিক শপথকে বলেন, আমি গত দুই বছর ধরে আমার নির্বাচনী প্রচার করে আসছি। জনগণ আমাকে ভোট দিবে। সুষ্ঠু নির্বাচনে হলে আমি শতভাগ নিশ্চিত আমি জয়েই হবো।
কথা হয় তালা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা মোঃ আবুল কাসেম কারীর সাথে। তিনি দৈনিক শপথকে বলেন, জনগণ যদি সঠিক প্রার্থীকে বেছে নেয়। এবং নতুন প্রার্থীদেরক এগিয়ে যাবে। নির্বাচন যদি সুষ্ঠু হয়। তবে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার দৈনিক শপথকে বলেন, ‘প্রার্থী বেশি হওয়ায়। আমরা বিব্রত। কাকে ভোট দিবো। এদেকে একই বাড়ির তিনজন প্রার্থী। তার উপর প্রকাশে কাউকে সমর্থন করতে পারি না। একজনকে করলে আরেকজন রাগ করে। তাই ঝামেলা এড়াতে আমরা নিরব ভূমিকা পালন করছি।