মোঃ রুহুল আমিন:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ)-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথি হিসেবে এলজিইডি ও উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস কর্তৃক বাস্তবায়নাধীন শাহরাস্তির উপজের ৭টি ও হাজীগঞ্জ উপজেলার ২টি সহ মোট ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গতকাল ২৯ জানুয়ারি দুপুরে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর সম্পন্ন করেন।
এসময় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রান্তে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ টামটা উত্তর ইউনিয়ন পরিষদ প্রান্তে, সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া লিটন চিতোষী পশ্চিম ইউনিয়ন প্রান্তে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রান্তে এবং শাহরাস্তি উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রান্তে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রান্ত থেকে আরও যোগ দেন শাহরাস্তি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহারন কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রাজ্জাক, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম ভূইয়া, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ইয়ামিন, মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া পাটওয়ারী।
বর্ণিত অনুষ্ঠানে টামটা উত্তর, টামটা দক্ষিণ, রায়শ্রী দক্ষিণ, মেহের দক্ষিণ ও চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট ইউনিয়নের ও ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী যোগদান করেন। এসময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এলজিইডি ও উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস কর্তৃক বাস্তবায়নাধীন যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তা হলো- শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন, টামটা দক্ষিণ ইউনিয়নের মুড়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এলজিইডি কর্তৃক সম্পাদিত পৌরসভার ঠাকুরবাজার (ইউএইচসি) জিসি হইতে যাদবপুর আর এন্ড এইচ নেটওয়ার্ক রোড উদ্বোধন, ভাবনার বাড়ির কর্নার হতে আহম্মদনগর মাদ্রাসা ভায়া রাজারখাঁ বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর, রাজাপুরা আর এন্ড এইচ হতে দোপল্লা রাস্তার ভিত্তিপ্রস্তর, সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ হতে চিতোষী বাজার জিসি ভায়া মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে ২১৮০ মিঃ চেইনেজে ২০মিঃ ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর এবং ৪নং কালচৌঁ সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।