আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৫ জানুয়ারি সকাল ৯টায় ঠাকুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মাওঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমান উল্লাহের স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন শাহরাস্তি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক ইয়াহহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বাদশা ফয়সাল, শাহ আলম ভূঁইয়া।
কমিটিতে সহ-সভাপতি পদে যথাক্রমে মাসুদ আলম পাইলট ও জাকির হোসেন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক নেছার আহমেদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ কাউছার আলম, ট্রেড ইউনিয়ন সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইয়াকুব আলী, সদস্য আঃ রাজ্জাক, আবু সাঈদ, মোঃ হানিফ মিয়া মনোনীত হয়েছেন।