ইউসুফ পাটোয়ারী লিংকন:
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রশাসন। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধণা প্রদান করা হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর-৫) ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী, পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কচুয়া পুলিশ সুপার সার্কেল আবুল কালাম আজাদ চৌধুরী, শাহরাস্তি অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, ওসি তদন্ত মোরশেদ আলম ভূঁইয়া।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উপস্থিতি ও জুম অ্যাপসের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনের মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন এতিমখানা, গুচ্ছ গ্রাম ও আশ্রয়ণ কেন্দ্রে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং উপহারসামগ্রী প্রদান করা হয়। এছাড়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা শহীদদের পরিবার, রাজনৈতিক ব্যক্তি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।