আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তিতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিলনায়তনে ওইসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা চেয়ারম্যান নাসরীন জাহান সেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজোয়ানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম, শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানগন সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেল শুভেচ্ছা জানান।