আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী খিলাবাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে মুসলিম উম্মাহর জাগরণী ইতিহাস ঐতিহাসিক বদর দিবসের আলোচনা ১৯ এপ্রিল রোজ মঙ্গলবার বাদ আছর সম্পন্ন হয়। খিলাবাজার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহরাস্তি উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ আবুল কাশেম ও সাবেক ইউপি সদস্য মাওঃ আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় খিলাবাজার জামে মসজিদের খতিব উপাধ্যক্ষ মুফতি মাওঃ শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন তরুণ উদীয়মান ইসলামিক বক্তা মাওলানা নূর মোহাম্মদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু হানিফ, খিলা বাজার স্কুল এন্ড কলেজের সিনিয়ন শিক্ষক আজহারুল ইসলাম মোগল, খামপাড় দাখিল মাদরাসার সুপার মাওঃ মাছুম বিল্লাহ, আহমদ নগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওঃ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম মোঘল, সাবেক ছাত্রনেতা মাওঃ আবু সুফিয়ান, ক্বারী ইব্রাহিম খলিল মজুমদার, হাফেজ ওমর ফারুক, হাফেজ দিদারুল ইসলাম, মাস্টার শাহ আলম, স্বাস্থ্যকর্মী আল আমিন হোসেন নয়ন প্রমুখ।
উক্ত বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।