মোঃ রুহুল আমিন:
চাঁদপুরের শাহরাস্তিতে যুবক ও কিশোরদের জামায়াতে সালাত আদায়ে উদ্ধুব্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের সোনাপুর জামে মসজিদ কমিটি। ঘোষণা দিয়ে একাধারে ৪০দিন জামায়াতে সালাত আদায়কারী কিশোরদের পুরস্কৃত করলেন তারা। শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন পাটওয়ারী (লাভলু)-এর সভাপতিত্বে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় ৪৮ জন কিশোরকে কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এসময় সোনাপুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন পাটওয়ারী (লাভলু) বলেন, জামায়াতে নামাজ আদায় করতে যুবক ও কিশোরদেরকে উৎসাহিত করতে আমরা গত ১৪ জানুয়ারি শুক্রবার ঘোষণা দিয়েছিলাম, ১২ থেকে ১৫ বছরের যে সকল কিশোর মুসল্লি ১৫ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ৪০দিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সহিত আদায় করবেন তাদেরকে বিশেষ পুরস্কার দেয়া হবে। ঘোষণা অনুযায়ী ১২-১৫ বছর বয়সী মোট ৪৮জন মুসল্লি মসজিদে এসে জামায়াতের সহিত নামাজ আদায় করতে শুরু করেন। তাদের মধ্যে মোট ৪জন মুসল্লি ৪০দিন পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে সমর্থ হন। এছাড়াও ৩জন ১ ওয়াক্ত করে নামাজ মসজিদে এসে জামায়াতের সহিত আদায় করতে পারেন নি। তাই ঘোষণা মোতাবেক প্রথম ৪জনকে বাই সাইকেল প্রদান করা হলো। আর যারা ১ ওয়াক্ত করে নামাজ জামায়াতে আদায় করতে পারেননি তাদের প্রত্যেককে নামাজের জায়নামাজ, স্কুল ব্যাগ, মগ ও ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া অংশ গ্রহণকারী প্রত্যেককে অর্থাৎ ৪৮ জনকেই পায়জামা ও পাঞ্জাবি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
পুরস্কৃত প্রথম ৪ জন হলেন, মোঃ তাশরিফ আহমেদ (নাফিজ), মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাজেদ হোসেন ও মোঃ অনিক হোসেন। অপর ৩জন হলেন, মোঃ হৃদয়, মোঃ নাজমুল হাসান এবং মোঃ জাহেদ হোসেন।
অনুষ্ঠানে মসজিদের মোয়াজ্জেন হাফেজ মোঃ ইলিয়াস ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র মোঃ সাহাব উদ্দিন আলম, গ্রামবাসীর পক্ষ থেকে সাবেক ভোলদিঘী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল্লাহ পাটওয়ারী, সোনাপুর জামে মসজিদের সাবেক খতিব হাফেজ রবিউল ইসলাম, সাবেক খতিব মাওলানা জাকির হোসেন, স্থানীয় কাজির কাপ জামে মসজিদের পেশ ইমাম মোঃ রুহুল আমিন, সোনাপুর জামে মসজিদের পেশ ইমাম ইমাম হোসেন এবং মসজিদের মোতাওয়াল্লী মোঃ শাহজাহান।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের সাবেক ও বর্তমান খতিব। তাদের প্রত্যেককে স্মারক পুরস্কার প্রদান করা হয়।