আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং ওজনে কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। গতকাল রোববার উপজেলার ঠাকুরবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকির এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
ভোক্তা অধিকারের দেয়া তথ্য মতে, ভোক্তা সাধারণের অধিকার নিশ্চিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং ওজনে কারচুপির দায়ে শাহরাস্তি প্রসিদ্ধ খাবার হোটেল ‘আমানিয়া হোটেল’ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা না থাকায় ঠাকুর বাজারের পাটওয়ারী স্টোরকে ১০ হাজার টাকা এবং সোনালী টী হাউজে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩টি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনাকালে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।
ভোক্তা-অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।