রাফিউ হাসান:
করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও পুলিশ। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসাইন অর্ণব ও শাহরাস্তি পুলিশের যৌথ উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। কিন্তু পরে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা দেখা যায় স্থানীয় বাজার ব্যবসায়ী ও লোকজনদের। সহকারী কর্মকর্তা আমজাদ হোসাইন জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অকারণে ঘরের বাইরে না যাওয়ার জন্য মাইকিং করেন।
স¤প্রতি আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল করতেও নিষেধ করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন চলে যাওয়ার পর অধিকাংশ লোকদের মুখেই ছিলো না মাস্ক। উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি। তাছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, কাশি আক্রান্ত রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত রোগী বেড়ে যাওয়া হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে থেকে সকলকে চিকিৎসা সেবা প্রদান করছেন।
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সকলকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে ঘরে অবস্থানের জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ অযথা ঘরের বাহিরে বের হয়ে আইন অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।