মোঃ জামাল হোসেন:
শাহরাস্তিতে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি,রেজিষ্ট্রেশন নাম্বার চট্র-১৮৭৮ এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টায় জেলা মালিক সমিতির প্রধান কার্যালয় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সমিতির সদস্য হালনাগাদ করা এবং নতুন সদস্য ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সমিতির আয় ও ব্যয় সম্পর্কিত আলোচনা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ রোধ করা এবং কিভাবে এই মহামারী থেকে বাঁচতে পারা যায় সে সম্পর্কে বিভিন্ন উপায়, সিএনজি চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে, সেই কারণে মালিক ও শ্রমিকদের কি কি করণীয়, অত্র সমিতির আওতাধীন সকল লাইনম্যানদেরকে (বলেনটিয়ার) লাইনম্যানের পোশাক এবং লাইনম্যানি করার পরিচয় পরিচয় পত্র দেওয়া নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনার প্রেক্ষিত আজ থেকে এক সাপ্তাহ পরে মালিক ও শ্রমিকদের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।