স্টাফ রিপোর্টার :
শাহারাস্তিতে ড্রামের ভিতর থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায় মৃত ব্যক্তিটি কুমিল্লা জেলার কাজীপাড়া থানা সদর দক্ষিণের বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম।
তিনি জানান, মৃত ক্ষতবিক্ষত যুবকের উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। সে ছিলো । তার লাশটি আমরা ক্ষতবিক্ষত অবস্থায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার রাজাপুর গ্রাম থেকে উদ্ধার করেছি।
এ বিষয়ে পুলিশ সুপার মো. মাহবুুবুর রহমান জানান, মৃত ওই যুবক সিদ্দিক ১০ই নভেম্বর নিখোঁজ হয়। তাকে খুঁজে পেতে তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে চাঁদপুরে সিদ্দিকের মৃত দেহ ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি তার স্বজনরা দেখে এবং লাশ সনাক্ত করেন। আমরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তথ্য উপাত্ত সংগ্রহ করছি।