শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তি চিতোষী এস.আর অফিসের দলিল লেখক সমিতির মেয়াদ উত্তীর্ণ কার্যকরী কমিটির সভাপতি/সম্পাদকসহ মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন। এছাড়া এর সাথে একাট্টা প্রকাশ করেছেন আরো ৩৮জন দলিল লেখক। পাশাপাশি ওই কমিটির ছয়জন সদস্য পদত্যাগও করেছেন বলে জানা গেছে। পদত্যাগকারী কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, সহ-সভাপতি আলী হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, প্রচার সম্পাদক মোঃ শাহাবউদ্দীন, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সদস্য মোঃ সেলিম।
কার্যকরী কমিটির ১১জন সদস্যর মধ্যে সাংগঠনিক সম্পাদকসহ ৬জন সদস্য অনাস্থা প্রস্তাব জানিয়ে পদত্যাগ করেন। এছাড়া বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল, কমিটি সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় লেনদেন স্থগিত ও নতুন কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য ৫৮ জন সনদপ্রাপ্ত দলিল লেখকের মধ্যে ৩৮জন দলিল লেখক গণ স্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগের অনুলিপি চিতোষী এস.আর অফিসের সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার, চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি বরাবর লিখিত অনুলিপি জমা দিয়েছেন।
অনাস্থা জানিয়ে পদত্যাগকারী দলিল লেখক নেতৃবৃন্দ জানান, ২০১৭ সালের মার্চ মাসে দায়িত্বভার গ্রহণ করি। সে হিসেবে চলতি ২০২০সালের মার্চ মাসে ৩ বৎসর পূর্ণ হয়। কিন্তু অদ্যাবধি কমিটির মেয়াদ চলমান থাকায় দলিল লেখকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেহেতু গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা নিজ নিজ পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
আরো উল্লেখ্য, বর্তমান সভাপতি মোশারফ হোসেন ও সাধারন সম্পাদক জসিম উদ্দীন গোপনে ৩ বৎসরের কমিটি ৫ বৎসর করে কাগজপত্র সৃজনের অপচেষ্টায় তৎপর রয়েছেন। দলিল লেখক সমিতির সারা বাংলাদেশের গঠনতন্ত্রে ৩ বৎসর রয়েছে। গঠনতন্ত্র বহিভূর্তভাবে চিতোষী এস.আর অফিস মেয়াদউত্তীর্ণ দলিল লেখক সমিতি এরকম মনগড়া কোন নিয়ম করতে পারেনা, যার কোন আইনগত ভিত্তি নেই।