আহসান হাবিব পাটওয়ারী
শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হকের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শাহ সাহেব জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহেতেশামুল গণী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ শিকদার, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানের পূর্বে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহেদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আজ,
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।