হাসানুজ্জামান:
শাহরাস্তিতে বাংলাদেশ হিজবুর রাসূল (সাঃ) নব গঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ২০ ডিসেম্বর রোববার বাদ যোহর হযরত শাহরাস্তি বোগদাদী (রহঃ)এর মাজার প্রাঙ্গনে উক্ত কমিটির শপথ অনুষ্ঠিত হয়। হযরত মাওঃ মোঃ কামাল হোসাইন নূরীকে সভাপতি, হযরত মাওঃ গোলাম মাওলাকে সাধারণ সম্পাদক, আটজনকে সহ-সভাপতি, চারজনকে সহ-সাধারণ সম্পাদক পদসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি হযরত মাওঃ মোঃ কামাল হোসাইন নূরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ জালাল উদ্দীন জিহাদীর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান টামটা দাখিল মাদ্রাসার সহকারী-সুপার হযরত মাওঃ মোঃ সামছুল আলম মমতাজি সুন্নী আল্ আবেদী।
অভিষেক অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে বক্তারা আলোচনায় বলেন, মহান আল্লার হুকুম ও রাসুলুল্লাহ্ সাল্লিলাহু আলাইহি সাল্লামের সুন্নাহ্ সমূহ মেনে চলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সংগঠন। মহানবীর নীতি ও আদর্শ বাস্তবায়ন ও সম্প্রচারের মাধ্যমে মুসলিম পরিবারের ঘরে ঘরে অবহিত করা অত্যন্ত জরুরী। সবাই একযোগে কাজ করলে ইসলামের খেদমত সুচারুভাবে সম্পাদন হবে বলে তারা আশা করছেন।