শাহরাস্তিতে পৌরবাসীর সুপিয় পানি পানের নিশ্চয়তায় ভূ-পৃষ্ঠস্থ্য পানি শোধনাগার ও উচ্চ জলধার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ মে) বিকেল ৪টায় ১২নং ওয়ার্ডের পশ্চিম নোয়াগাঁও গ্রামে টেলিকনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদমেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ করতে যে শোধনাগার নির্মিত হয়েছে তার সিংহভাগ আলহাজ্ব আবদুল লতিফের অবদান। তাঁর এই অবদানকে স্মরণ করে আগামীর সকল উন্নয়নে সবাইকে সহযোগিতাসহ শরিক হওয়ার আহ্বান জানান তিনি। ব্যয়বহুল খরচের মধ্যদিয়ে সুসম্পাদন হওয়া এই শোধনাগারটি নির্মাণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা, পৌর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান তিনি।
পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ বলেন, সংসদসদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম অক্লান্ত পরিশ্রম আর সার্বিক ব্যবস্থাপনায় শাহরাস্তি পৌরসভায় ভূ-পৃষ্ঠস্থ্য পানি শোধনাগার ও উচ্চ জলধারা নির্মান সুসম্পন্ন হয়েছে। আগামীতে আরও যে সকল উন্নয়নমুখী কর্মসূচী রয়েছে তা সম্পাদন করতে সংসদসদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
শাহরাস্তি পৌরসভার আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফের সভাপতিত্বে ও কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা নির্বাহী প্রকৌশলী আবু মুছা মোঃ ফয়সাল, আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার, মেহের ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মান্নান, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, মেহের দক্ষিন ইউপির সাবেক চেয়ারম্যান মুজাম্মেল হক পাটোয়ারী, পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, আবদুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দ্বর্জি, মেহের দক্ষিন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, শাহরাস্তি পৌর আ.লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ অহিদুর রহমান, কাউন্সিল মুকবুল আহমেদ, কাজী আবদুল কুদ্দুস, শাহাবুদ্দীন আলম, মিজানুর রহমান মোল্লা, জয়নাল আবেদীন, মোঃ আবুল কাসেম, মোঃ কায়কোবাদ আজাদ, প্রহরলাদ দে, মোঃ শাহনেওয়াজ, মোঃ মিজানুর রহমান, মহিলা কাউন্সিলর ও মহিলা যুবলীগের সভানেত্রী রাবেয়া বশরী বকুল, রাবেয়া আক্তার, শাহানারা আক্তার পান্না, কামরুন্নাহার পুতুলসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ এবং সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মি।
মোঃ সিদ্দিকুর রহমান নয়ন