আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তিতে দুটি এজেন্ট ব্যাংকের গ্রীল কেটে চুরির চেষ্টা করেছে অজ্ঞাত চোরের দল। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ওই বাজারের হযরত শাহজালাল একতা শপিং কমপ্লেক্সের আল আরাফাহ ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের এজেন্ট শাখার গ্রীল কেটে অজ্ঞাত চোরের দল প্রবেশ করে। ওই সময় তারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে ফেলে। এজেন্ট ব্যাংক দুটিতে নগদ কোন টাকা না থাকায় চোরেরা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। বুধবার সকালে শাখায় এসে গ্রীল কাটা দেখে সংশ্লিষ্টরা পুলিশে অবহিত করে। খবর পেয়ে কচুয়া সার্কেলের (শাহরাস্তি-কচুয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু জাফর সিদ্দিকী জানান, সকালে শাখায় এসে এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করি। চোরেরা শাখার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। ভল্ট ভেঙে নগদ টাকা না পেয়ে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
যমুনা ব্যাংকের এজেন্ট ও এজেন্ট শাখা ম্যানেজার মোঃ হাবীবুর রহমান জানান, চোরের দল গ্রীল কেটে ভিতরে প্রবেশ করলেও ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি।
এদিকে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।