আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তিতে ছাত্রদলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে শাহরাস্তি কফি পার্কে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এ বি এম পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব তানভীর হাসান সোলেমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সি এ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আতাহার, উপজেলা যুবদলের আহবায়ক আলী আসগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গনী, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আব্দুল কাইয়ূম রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের সাহসিকতা, উদ্যোগ ও প্রতিশ্রæতিই পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তরান্বিত করতে। ছাত্রদলের আজকের এ সম্মেলনের প্রতিজ্ঞা, মনোবল ও শক্তিকে কাজে লাগিয়ে আমাদের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধারের জন্য ২০২৩ সালের নির্বাচনে কাজে লাগাতে হবে। আজকে দেশে শেখ মুজিবুর রহমান নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে, শেখ হাসিনার যায় যায় ভাব, দেশ থেকে পালিয়ে যাওয়ার মত পরিস্থিতি। তাই এই ১৮ কোটি জনগণের আগামী দিনের রাষ্ট নায়কের উপযুক্ততা অর্জন করেছেন তারেক রহমান।