শাহরাস্তি সংবাদদাতা:
চাঁদপুরের শাহরাস্তিতে এক গৃহবধুকে গলা কেটে নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ২৯ এপ্রিল বুধবার সকাল ৯টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ঘটনার দিন সকালে ওই গ্রামের বেপারী বাড়ির রাহাতের স্ত্রী শাহিনাকে (২৫) অজ্ঞাত দুই দুর্বৃত্ত বসত ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে হাত ও মুখ বেধে পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে ওই গৃহবধূ চিৎকার দিলে তারা ব্লেড ভেঙে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং অপর ব্লেড দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে।
আহত গৃহবধূর শাশুড়ি ছকিনা বেগম বলেন, পুত্রবধূ শাহিনার ডাক-চিৎকারে আমি তার ঘরের সামনে ছুটে যাই। তখন সামনের দরজা বন্ধ থাকায় আমি পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করি। তখন শাহিনাকে গলাকাটা অবস্থায় ছটফট করতে দেখি। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত গৃহবধূ বলেন, অচেনা দুই ব্যক্তি মুখোশ পড়ে ঘরে প্রবেশ করে পাশবিক নির্যাতনের চেষ্টা করে। আমি ওই সময় তাদের বাধা দেই। তারা আমার হাত ও মুখ বেধে ফেলে। তবুও আমি বাঁচার চেষ্টায় চিৎকার করি। তারা আমার মুখে কতেক ভাঙ্গা ব্লেড ঢুকিয়ে দেয়। একপর্যায়ে তারা তাদের হাতে থাকা ব্লেড দিয়ে আমার গলা কেটে হত্যা করার চেষ্টা করে। তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে তিনি জানান।
এলাকাবাসী বলেন, এধরনের ঘটনা লোমহর্ষক। এভাবে চললে আমাদের কন্যা ও পুত্রবধুরা এ সমাজে নিরাপদ নয়। তাই এই দুর্বৃত্তদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান তারা।