স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার সাবেক বাংলা শিক্ষক আবদুল গফুরের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৪ সালের ৯ জানুয়ারি মারা যান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকীতে শাহতলী কামিল মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।
প্রফেসর আবদুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স, মাস্টার্স কৃতিত্বের সঙ্গে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসায় বাংলা বিষয়ে শিক্ষকতা শুরু করেন। আবদুল গফুরের জন্মভূমি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দপাচুরিয়া গ্রামে। টাঙ্গাইল জেলার বাসিন্দা হয়েও তিনি প্রায় ৩০ বছর কাটিয়েছেন শাহতলীর মাটি ও মানুষের হৃদয়ের টানে।
আজ,
সোমবার , ২৭ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।