মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, ছোটবেলায় সবাই কমবেশি খেলাধুলা করে আমিও ব্যতিক্রম ছিলাাম না। আমি অত্যন্ত খেলা প্রিয় মানুষ। ক্রিকেট খেলতাম এবং ব্যাডমিন্টন খেলতাম। যে কারণে খেলার প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চাঁদপুরের ছেলেমেয়েরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের যুব বিশ্বকাপে চাঁদপুরের ছেলে শামীম এবং জয় অত্যন্ত ভালো পারফর্ম করেছে। যেটা সমগ্র বাংলাদেশসহ চাঁদপুরবাসীর জন্য এক বিশাল অর্জন। ইনশাল্লাহ আগামীতে চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পূর্তি উৎসবে শামীম এবং জয়কে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
শনিবার সন্ধ্যায় ৭টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০ চ্যাম্পিয়ন দল ক্রিকেট কোচিং সেন্টার খেলোয়াড়দের ট্র্যাকস্যুট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রিকেট কোচিং সেন্টারের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ডাঃ জালাল উদ্দিন রুমী, মনোয়ার হোসেন চৌধুরী, সভাপতি (বাস্কেটবল) ও মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে উপস্থিত খেলোয়াড়দের ট্র্যাকস্যুট প্রদান করা হয়।