স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের থেকে ৬১ লাখ টাকার ব্যাগ নিয়ে অটোচালক চম্পট মেরেছে। রোববার দুপুরে জোড়পুকুরপাড় এলাকা এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকাশ কোম্পানীর কর্মকর্তা মাসুদ চাঁদপুর পৌরসভার সামনের ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা উত্তোলন করে অটোযোগে জোড় পুকুড়পাড় আসে। অটোবাইকের ভাড়া দিয়ে ব্যাগ না নিয়ে মনের ভুলে তিনি নেমে যান। পরে অটোটি জোড়পুকুর পাড় মসজিদের সামনে আসে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে অটোবাইকটি দেখা যায়। জানা যায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অটোবাইকের চালককে খুঁজছে।
বিকাশের এজেন্ট আলমগীর আলম জুয়েল জানান, টাকাগুলো বিকাশের টাকা। বিকাশ কর্মকর্তা মাসুদ টাকাগুলো নিয়ে আসলে জোড়া পুকুর পাড় এরিয়া থেকে ব্যক্তিগত গাড়িতে করে টাকাগুলো নেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। এব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, অভিযোগ আসার পর থেকেই আমরা সেই অটোচালককে খোঁজার জন্য আমাদের সবগুলো সোর্স সক্রিয় হয়েছে।