আব্দুর রাজ্জাক
সূর্যের ডগায় মেঘেরা নাচে
চাঁদের আলো হলো অন্তরীণ
দীপ্ত শপথের ডাক এসেছে
মৃত্যুর দুয়ারে রেখে চুম্বন।
রাতের ডানায় রৌদ্দুর গেছে হলো
সমুদ্র হয়েছে যে নীল
জীবন-ভেলা ভারী হলো
বিস্ময়ে অমিল।
শপথের কলম দাঁড়িয়েছে নির্ভয়ে
বিলাবে সত্যের বাণী
গর্জে উঠোরে বিশ্ব তরুণ
মুখে নিয়ে দীপ্ত শপথের রাগিনী।
করুণার জীবন আর নয়,
হে তরুণ নিভাও মিথ্যার আগুন
আনো জীবন সুখের ফাগুন।