আত্মকথা পরকথা জনতার কথা দেশের কথা তথা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা এছাড়াও সমগ্র বিশ্বের কথা জানতে জানাতে দৈনিক শপথের পথযাত্রা ২৬ আগস্ট ২০১৯ সাল। আজ থেকে দৈনিক শপথ পত্রিকা চতুর্থ বছরে পদার্পণ করছে। সর্বস্তরের জনতা এবং চাঁদপুর জেলার সচেতন ব্যক্তিগণ জানে বিশেষত রাষ্ট্রীয় কাজের সাথে সম্পৃক্ত সকল কর্তব্যরত ব্যক্তিগণ জানেন আমরা জনতার কথা জননেতার কথা দেশের কথা তুলে ধরেছি। এতে কতটুকু মানুষের কল্যাণ করতে পেরেছি সেটা দীর্ঘ ৩ বছরের অভিজ্ঞতার আলোকে আজকের এই দিনে আসা পর্যন্ত অনুমান করতে পেরেছেন। আমরাও অনুমান করতে পেরেছি তা না হলে এতোটুকু পথ পাড়ি দিতে পারতাম না। গণমাধ্যম জগত এখন বড় পিচ্ছিল সত্যকে সত্য হিসেবে তুলে ধরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বর্তমান প্রেক্ষাপটে যদিও পীড়াদায়ক তথাপিও আমরা দৈনিক শপথ পরিবার চেষ্টা করেছি মিথ্যা নয় সত্য বলার। শপথ নিয়ে এ যাবৎকাল পর্যন্ত এগিয়ে এসেছি এমন দিনে আমরা ধন্যবাদ জানাতে চাই জেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের সর্বোচ্চ ব্যক্তিদের থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি। জানিনা আমরা কতটুকু বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করতে পেরেছি পরিবেশন করতে পেরেছি সেটা আপনাদের বিবেচ্য। তথাপিও আমরা সত্য বলার অঙ্গীকার নিয়ে দৈনিক শপথ হাঁটি হাঁটি পা পা করে চতুর্থ বছরে পদার্পণ করছি। আমরা চেষ্টা করেছি তৃণমূল জনপদের জীবন ও জীবিকার সকল চাহিদার পূর্ণতা, অপূর্ণতার চিত্র তুলে ধরতে দুঃখী মানুষের দুঃখের কথা সুখী মানুষের জীবনের বাস্তবতা সামাজিক পারিবারিক বিভিন্ন দৈনতা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও জীবনমুখী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রয়োগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেছি এছাড়াও রাজনীতি অঙ্গনের বিভিন্ন অন্তরায় বিজয় তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে আমরা নৈতিক সঙ্গতি রেখে বিভিন্ন সংবাদ প্রকাশের চেষ্টা করেছি। বিভিন্ন বিষয়ে আমাদের প্রচারণার কারণে হয়তো কখনো কখনো নেতিবাচক সংবাদের কারণে বিভিন্ন ব্যক্তি সমাজ পরিবার এবং প্রতিষ্ঠানের কল্যাণ এমনকি সংশোধনের বিভিন্ন দিকও আমাদের প্রকাশ করতে হয়েছে। এতে করে যদি কারো আভ্যন্তরীণ চিন্তা চেতনায় ধাক্কা লেগে থাকে সেটার জন্য আমরা আন্তরিকতার দৃষ্টি কামনা করছি। দৈনিক শপথ পত্রিকা পরিবারের এক ঝাঁক অভিজ্ঞ সংবাদকর্মী সমগ্র চাঁদপুর জেলাব্যাপী এমনকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বলতে বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে থেকে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের মাধ্যমে দৈনিক শপথ পত্রিকার বিভিন্ন সংবাদ পরিবেশন এর চেষ্টা করেছে। আমরা চাই ভবিষ্যতে আমাদের এই পত্রিকাটি সর্বোচ্চ স্বচ্ছতার মাপকাঠিতে সংবাদ পরিবেশনের চেষ্টা করবে। শ্রেণি ভিত্তিক সর্বস্তরের জনগণের সহায়তায় আমরা আমাদের পত্রিকাটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত একটি সংখ্যাও বন্ধ রাখিনি। বিভিন্ন অন্তরায় কাটিয়ে যেমন নিরবিচ্ছিন্নভাবে পত্রিকা প্রকাশনার কাজ চালিয়ে যেতে পেরেছি ভবিষ্যতেও আমরা দক্ষ সম্পাদনার মাধ্যমে আমাদের পত্রিকাকে নিয়মিত প্রকাশ করার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। বিভিন্ন সময় দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক এবং সমগ্র বছরব্যাপী যারা আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পত্রিকার গুণগতমানকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন তাদেরকেও দৈনিক শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।
আজ,
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।