স্টাফ রিপোর্টার
মাঘের কুয়াশাচ্ছন্ন চেপেবসা শীতে ভোরের কাঁচা রোদ গায়ে মেখে শিশিরের পরশে আলতো করে জীবনের রস আস্বাদনে মেতে উঠতে পারেন আপনিও। কিন্তু শীতে সত্যিকারের জীবনবোধ দেখতে হলে আপনাকে নেমে আসতে হবে রাতের নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন পথে, কিংবা ঘুটঘুটে অন্ধকারের মাঝে জ্বলতে থাকা অগ্নিশিখা ঘিরে থাকা মানুষগুলোর কাছে। জীবন ও জীবিকার তাগিদে পথে নামা নিন্ম আয়ের মানুষের কাছে এই শীতের তীব্রতা ধরা দেয় ভিন্নভাবে। শীতে অসহায় মানুষগুলো বস্ত্রের অভাবে কাতরাচ্ছে। এই কঠিন শীতে বড্ড অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার। নতুন ঘা হয়ে দেখা দিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন।
ঠিক এসময় শীতবস্ত্র ও মাস্ক নিয়ে হাজির হচ্ছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন । এরই ধারাবাহিকতায় চাঁদপুর শহরের শতাধিক রিক্সাচালকের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেন’র উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে শীতের পোশাক। গতকাল বুধবার শহরের বাসস্ট্যান্ডে এসব পোশাক তাদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি ডা. মোঃ সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি বলেন, করোনা মহামারী প্রতিরোধে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। সচেতনতার কোন বিকল্প নাই। তাছাড়া সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অব্যাহত প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণসহ যাবতীয় কর্মকান্ডের জন্য ‘সাইরেন’ সংগঠনকে ধন্যবাদ জানান।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ, সংগঠনের সহ-সম্পাদক জাহিদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম নিরব, দপ্তর সম্পাদক জুয়েল সরকার, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্কাছ আলী রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ,
শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।