মোঃ হোসেন বেপারী:
হাজীগঞ্জে শখের মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় আনিছ নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাঁঠালী বাদামতলী এলাকায় ট্রাক চাপায় তার মৃত্যু হয়। নিহত আনিছ কচুয়া উপজেলার হাড়িচাইন সর্দার বাড়ির জহিরুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনিছ মালদ্বীপ প্রবাসী। গত ৩ মাস আগে ছুটিতে বাড়িতে আসে সে। পরে গত কয়েকদিন আগেই পারিবারিকভাবে তার বিয়ে হয়। ঈদের দুই দিন পর পুনরায় তার কর্মস্থল মালদ্বীপে ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু শখের বসে এদিন দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড় সংলগ্ন মোটরসাইকেল শো-রুম থেকে একটি জারা বাইক কিনেন তিনি। গাড়ি কিনে বাড়ি ফেরার পথের ট্রাক চাপায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সাথে ট্রাকের চালক ও হেলফারকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।