আহসান হাবিব পাটওয়ারী:
লোকবল সংকটের মধ্য দিয়েই চলছে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম। শুধু ফায়ার ফাইটার নয় স্টেশন অফিসার নেই তিন বছর যাবৎ। আর এই সংকটে ব্যাহত হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশনের স্বাভাবিক কার্যক্রম। এতে অনেক সময় সঠিক পদক্ষেপ নিতেও হিমশিম খাচ্ছে ফায়ার ফাইটাররা। এতে উপজেলার বিগত দিনে বিভিন্ন অগ্নিকাÐের ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকায় অসন্তুষ্ট রয়েছে ভুক্তভোগী অনেক পরিবারের মাঝে।
জানা যায়, গেলো বছরের ২৫ ডিসেম্বর রোববার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের দিঘদাইর গ্রামে অগ্নিকাÐের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরাও ক্ষোভ প্রকাশ করে জানান, আগুন নিভানোর পরে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন লাগার ঘটনায় একই বাড়ির ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৬০) জানান, আমার ঘরে আগুন লাগার সাথে সাথেই শাহরাস্তি ফায়ার স্টেশনে খবর দেই কিন্তু স্থানীয় সাধারণ জনগণ আগুন নিভানোর পরে ফায়ার সার্ভিসের লোকজন আসছে। তারা আরো আগে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমান অনেক কমতো।
শাহরাস্তি ফায়ার স্টেশনে সূত্রে জানা যায় যে, শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নেই প্রায় ৩ বছর, অফিসার পদে ২জন কর্মকর্তা থাকার কথা থাকলেও নেই একজনও। এছাড়াও সৈনিক পদে ১৬ জনের স্থানে রয়েছে ১০ জন, ৪ জন ড্রাইভারের স্থানে রয়েছে ৩ জন। তবে বর্তমান (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসারে দায়িত্ব পালন করছেন রুবেল ত্রিপুরা। তিনি জানান, লোকবল সংকটের জন্য আমরা কাজ করতে হিমশিম খাচ্ছি। এ কারণে বিগত কয়েক মাসের অগ্নিকাÐের ঘটনায় অধিকাংশ স্থানেই আমরা সেবা দিতে সম্পূর্ণভাবে সফল হতে পারি নাই। এ বিষয়ে চাঁদপুর জেলা ডেপুটি ডাইরেক্ট (এসি)-কে কয়েকবার জানানো হয়েছে। তবে এখনো আমাদেরকে নতুন কোন জনবল দেন নাই।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম মোল্লা বলেন, শাহরাস্তি উপজেলা মত গুরুত্বপূর্ণ উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা সংকটের বিষয়ে আমাদের আতঙ্কিত করে তোলে। আশা করি জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্ট (এসি) সাহিদুল ইসলাম জানান, শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের লোকবল সংকটে রয়েছে তা আমরা অবহিত হয়েছি। শুধু শাহরাস্তি উপজেলায় নয়, পুরো জেলায় ফায়ার স্টেশনের বিভিন্ন স্তরের লোকবল সংকট রয়েছে। চলমান ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে সেবা দেওয়ার ঘাটতি আমরা উপলব্ধি করেছি। শীঘ্রই আমরা সংকট লোকেবলের চাহিদা পূরণ করতে পারবো বলে আশা করি। নিয়োগ প্রক্রিয়া চলছে।