স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম থানার মুদাফরগঞ্জ এলাকায় রোববার বিশেষ অভিযান পরিচালনা করে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে করেছে র্যাব-১১। ১৪ ফেব্রুয়ারি সোমবার র্যাব-১১ কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন, চাঁদপুর সদর থানার দোকানঘর গ্রামের ইয়াছিন হাওলাদার এর ছেলে মোঃ সাগর হাওলাদার (১৯)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।