আত্মীয়তা ছিন্ন করা জান্নাতের পথে বাধা। কিন্তু সময় এমন যখন আত্মীয়তার সংস্পর্শে আশা আইনের চোখে অপরাধী। এই সংস্পর্শ জেলা ভিত্তিক লকডাউন ঘোষণা। এই ঘোষণা দিয়েছেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান। ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হচ্ছে। এ জেলা থেকে বহির্গমণ এবং বাহির থেকে আগমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে যাতায়াত এবং পরিবহন ব্যাতীত।
অনেক পরে হলেও জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের এমন লকডাউন ঘোষণায় সর্বস্তরের জনমনে স্বস্থির নিশ্বাস দেখা যাচ্ছে। জীবনের প্রয়োজনে ধর্ম কর্ম। ধর্মের এবং কর্মের বিভিন্নতা মানুষের সমাগম চিরাচরিত ভূষণ। সে ভূষণ যখন জাতিকে মৃত্যুর মিছিলে ঠেলে দেয় তখন ঐ ভূষণ পরিহার করা কল্যান। যদিও সেটা দেখতে বেমানান।
এমন বেমানান যা আমাদের মানুষ্য প্রজাতির অভ্যাসকে আঁতকে দিবে মানা না হয়।
করোনা ভাইরাস এর প্রভাব দিনে দিনে গোটা পৃথিবীর মানব বসতিস্থল কে মানব শূন্য করে তুলছে, এমনকি বন্য প্রাণীর চারণভূমিতে ভূমিতে পরিনত করছে। স্পর্শ এর মূল কারণ। যার স্পর্শে এই রোগ সেও বাঁচছে না, তাকে যে যে স্পর্শ করবে। এমন রোগী যা যা স্পর্শ করবে তা থেকেও মরণঘাতী ভাইরাস ছড়িয়ে থাকে। সে সব বস্তু ভালো মানুষ স্পর্শ করলে আক্রান্ত হবে। আক্রান্তে কি আসে যায়, আসে যায় কারণ এর নিশ্চিত মৃত্যু ব্যাতীত .০০১% বাঁচানোর পদ্ধতি নেই। শুধুই পরিচর্যা আর পথ্য খাওয়ানো গেলেই বাঁচতে পারে। কে করবে? এমন মহামারী পরিস্থিতি বিবেচনা করে কে কাকে চিকিৎসার ভিত্তিতে সেবা দিবে?
তাই যে যেখানে আছি থাকি আশা জাগানিয়া ভাবনা থেকে স্থির থাকি। নিজকে পরিবারকে সুস্থ রাখি। একান্তই অনটন থাকলে বা দেখা দিলে জেলায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমের যোগাযোগ নাম্বার সংগ্রহে রাখুন। কারন মধ্যবিত্ত পরিবারের তালিকায় সচরাচর দান অনুদান পৌঁছাতে কোন সংগঠন এমনকি সরকারি ব্যবস্থাপনায় অভ্যস্থ নই। তাই জীবন ও জীবনের তাগিদে লকডাউন ঘোষণা মেনে চলি অন্যকে মানতে উদ্বুব্ধ করি।
আজ,
শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।