বিষধর প্রজাতির মধ্যে র্যাটল স্নেক এক ধরনের বিষধর সাপ। এই সাপের বৈজ্ঞানিক নাম হলো ক্রোটালাস। এরা বিষধর সাপের উপ পরিবার। এরা সাধারনত মরু অঞ্চলে বসবাস করে। এদের কে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। এই সাপের লেজ এর দিকে ঝুনঝুন শব্দ করার জন্য একটা বিশেষ অঙ্গ রয়েছে। এদের প্রধান খাদ্য হলো ইঁদুর, পাখি ও অন্যান্য ছোট ছোট প্রানী। এরা সাধারনত লাফিয়ে শিকার করে। এদের বিষ ক্রিয়া খব মারাত্মক হয়ে থাকে।
এ সাপ খুব রাগি প্রকৃতির হয়। র্যাটল সাপ চোখের পলকে আক্রমণ করতে পারে। এদের বাচ্চা বড় সাপের তুলনায় বেশি বিপদজনক কারন বাচ্চাদের বিষ খুব বেশি হয়ে থাকে। সঠিক সময় চিকিৎসা না হইলে এই বিষে মানুষ মৃত্যুবরন করে। এরা যুক্তরাষ্ট্রের প্রতি বছর প্রায় ৭০০০-৮০০০ মানুষ কে দংশন করে থাকে।