এস.এম শরীফুল ইসলাম:

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার ১২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার নামে প্রতিষ্ঠিত কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শুক্রবার (৪ ডিসেম্বর) এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া’র আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম রোস্তম আলী মিয়ার কনিষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
সভাপতিত্ব করেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভনিং বডির সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসাইন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ন আহবায়ক সোহাগ উদ্দিন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৌরভ, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুজাম্মেল তালুকদার সহ দলীয় অসংখ্য নেতৃবৃন্দ।