মেহেদী হাসান দিপু, ঢাকা:

বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাজার পেরিয়ে। তবে গত২৪ ঘণ্টায় নতুন করে সারাদেশে আরও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬ শত ২ জন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই নিয়ে মোট ২৩ হাজার ৮ শত ৭০ জনে দাড়ালো আক্রান্ত রোগীর সংখ্যা। ১৮মে (সোমবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু বরণ করেছেন ২১ জন এবং সর্বমোট ৩ শত ৪৯ জন মৃত্যু বরন করেছেন বলে জানানো হয় স্বাস্থ্য অধিদফতর থেকে ।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, মৃত ব্যাক্তিদের মধ্যে ১৭ জন ছিলেন পুরুষ এবং ৪ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু বরন করা ব্যাক্তিদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সের ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ২ জন। তাদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগ থেকে,চট্টগ্রামের ৭ জন, সিলেট বিভাগের ১জন এবং রাজশাহী বিভাগের ১ জন।মোট ৩৮টি ল্যাবরেটরি থেকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৮৮ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯২৩ টি।
স্বাস্থ্য অধিদফতর থেকে নিশ্চিত করে বলা হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে আইসোলেশনে এসেছেন ২৩১ জন এর মধ্যে ছাড় পেয়েছেন ৯৬ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৩শত ৮২ জন। সর্বমোট আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৭০০ জন।
করোনা পরিস্থিতিতে ধুমপানে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ হয়,তাই ধুমপান থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং IECDR কর্তৃক দেশের সকলকে নিয়মিত ভাবে কোয়ারান্টাইন এর সকল নিয়ম এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।