মেহেদী হাসান দিপু, ঢাকা।
গত ৪৮ ঘন্টায় রেকর্ড গড়লো করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। শেষ ৪৮ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২ শত ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৪ জন ইন্তেকাল করেছেন। গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের কারণে নতুন করে শনাক্ত হওয়া রোগী ও মৃত্যুর হার দুটিই এখনো পর্যন্ত সর্বোচ্চ।
১৪ মে (বৃহস্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১ হাজার ৪১ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে।
নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩ জন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার বাসিন্দা ৯জন এবং চট্টগ্রামের ৫ জন।
গত ৭ দিনে এই পর্যন্ত মৃত্যু বরন করেছেন ৬৯ এবং করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ১ হাজার ১৮৯ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।