মো. শরীফ আহমেদ
ফরিদগঞ্জে ‘রূপসা গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট’ এর ৮ম আসর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকালে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক বশির আহমেদ বিএসসির সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, রূপসা গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের যুগ্ন-আহবায়ক মো. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ ও ইউপি সদস্যগণ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় বিষেরবন্ধ ক্রিকেট টিম বনাম গ্লোরিয়াস গুপ্টি ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।