রাফিউ হাসান
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ.বি.এম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে গাজী আবু সালেহকে সভাপতি, মোঃ ফরহাদ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জাহিদ হাসান ফয়সালকে সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ জুনায়েদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মহিবুল ইসলাম সুজনকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ইয়াছিন হোসেনকে প্রচার সম্পাদক, ইউনুছ হোসেনকে দপ্তর সম্পাদক, সাইফুল ইসলাম প্রমুখকে সম্মানিত সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কমিটির নেতাকর্মীরা সংগঠনের গতিশীলতা ও আন্দোলন সংগ্রামে রাজপথে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন নবাগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।