সাগর আচার্য্য:
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের রাস্তা মেরামতের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে কেট কাটার আনুষ্ঠানিকতা শেষে পৌর ১৪নং ওয়ার্ডের বহুল আলোচিত অভয় বাবুর দীঘির পাড়ের রাস্তা ও শিলন্দিয়া রাস্তা মেরামতের কাজ সরজমিনে তদারকি করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ওয়ার্ড আ.লীগের যুগ্ম আহŸায়ক মোঃ হোসেন শেখ, ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, যুবলীগ নেতা মাসুদ মাল, সঞ্জয় দে প্রমুখ।
এ সময় পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমাম জুয়েল বলেন, রাস্তার সংস্কারের কাজ সময় সাপেক্ষ হলেও ইতোমধ্যে কাজের বেশ অগ্রগতি হয়েছে। বাকি অংশের কাজ দ্রæত করা হবে বলে তিনি এলাকাবাসীকে জানান। তাই আরো কিছু দিন ধৈর্য ধরার জন্যও বলেন তিনি।
উল্লেখ্য, চাঁঁদপুর শহরের বাবুরহাট দাসদীস্থ অভয় বাবুর দীঘির পাড়ের সড়কটি ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাই ছিলো দুষ্কর। এক কথায় বর্ষা মৌসুমে সড়কটি যেন মরন ফাঁদে পরিণত হতো। এ বিষয়ে দৈনিক শপথ-এ একাধিকবার সংবাদ প্রকাশে স্থানীয়দের দুর্ভোগ লাঘব হতে চলেছে দীর্ঘ প্রতিক্ষার পর। সড়কটি মেরামতে স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি ইতোমধ্যেই গাইড ওয়াল নির্মাণ করে সড়ক মেরামতের জন্য বরাদ্দ দেন। এতে এলাকার সর্বস্তরের মানুষজন আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছেন।