স্টাফ রিপোর্টার
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সম্মানজনক পদক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন।
ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কাজ করার সুবাদে অপরাধ নির্মূলে বিভিন্ন ধরনের কার্যক্রম; অবৈধ বিদেশী অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ গ্রেফতার, গণধর্ষণের আসামি গ্রেফতার, মাদক উদ্ধারসহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম নিয়ে কর্মতৎপরতার দরুণ বাংলাদেশ পুলিশ কর্তৃক এরূপ সম্মানিত স্বীকৃতি দেওয়া হচ্ছে চাঁদপুর সদর (সার্কেল) আসিফ মহিউদ্দীনকে।
উল্লেখ্য তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন এবং সিএমপির বিশেষায়িত বাহিনী সোয়াট ও সাইবার ক্রাইম ইউনিটের কমান্ডার হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে অত্যন্ত দক্ষ ও সততা এবং ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন।