বিল্লাল ঢালী :
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মানবিক সহায়তা কার্ড সংশোধন শুরু হয়েছে। চাঁদপুর সদর ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার স্ট্যাটাসে লিখে জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা কার্ডের অনুকূলে ২৫০০/= টাকা প্রাপ্ত তালিকায় ৫নং রামপুর ইউনিয়নে ২য় পর্যায়ে ২১৫ জনের ঘওউ নাম্বার ভুল /জন্ম তারিখ ভুল / ঘওউ কার্ডের অনুকূলে সীম এর নাম্বার রেজিস্ট্রেশন না থাকা এবং ঘওউ কার্ড থাকা সত্ত্বেও ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তাদের ২য় পর্যায়ে সংশোধন করার জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা দেখে তালিকাভুক্ত ব্যক্তিগণ, সমস্যা অনুযায়ী ১২ জুলাই সকাল ১০ ঘটিকা থেকে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সশরীরে উপস্থিত হয়ে ২য় পর্যায়ের তালিকা সংশোধন করতে পারবে।
তিনি আরো জানান, যাদের ঘওউ/জন্মতারিখ ভুল হয়েছে তাদের ঘওউ নাম্বারের ফটোকপি নিয়ে আসতে হবে। যাদের ঘওউ কার্ড অনুযায়ী মোবাইল নাম্বার দেওয়া হয়নি তাদের ঘওউ কার্ড অনুযায়ী নতুন সীম কার্ড রেজিস্ট্রেশন করে মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে। যাদের ঘওউ কার্ড থাকা সত্ত্বেও ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তাদেরকে সশরীরে ইউনিয়ন পরিষদে এসে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের ব্যাংক এশিয়ার এজেন্ট শাখা থেকে বাল্ব একাউন্ট(ওয়ান টাইম) খুলে উক্ত নাম্বারটি মোবাইল নাম্বারের পরিবর্তে সংশোধন করে দিলে টাকা পাওয়া নিশ্চিত হবে।
সকল ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যাহারা এই মানবিক সহায়তা কার্ডের তালিকা প্রস্তুত করতে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করেছেন, তাদের উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানান তিনি।