আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফর প্রকাশ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।
মাও আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ফলাফল ও পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য প্রবাসী আরিফ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমান উল্লাহ খাঁন ফারাবী।
এসময় অতিথিদের বক্তব্যে বলেন, আরবী শিক্ষার গুরুত্ব অপরিসীম, আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। আমরা আমাদের সন্তানদেরকে কুরআন ও হাদীসের আলোকে সুশিক্ষিত করার চেষ্টা করবো। যাতে করে তারা অন্তত কুরআন সহী সুদ্ধ ভাবে পড়তে পারে। প্রতিনিয়ত নামায আদায় করতে পারে। এবিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সু-পরামর্শ নেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাও.মো.মহসিন
মাও.রিয়াজুল ইসলাম, হাফেজ.হাছান মাহমুদসহ সামাজিক ব্যক্তিবর্গ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।