মো. হোসেন বেপারী:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়। গত সোমবার সকালে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমান। গীতা পাঠ করেন বিদ্যালয়ের গ্রন্থাগার ও শিক্ষক সীমা রানি দেবনাথ।
অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন বিএসসি, ফজলুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। বিদ্যালয়ের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকরা। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখায় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদকে পুরস্কৃত করেন বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষিকা আয়েশা আক্তার।