মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জ পৌরসভার ডাকাতিয়া নদীর দক্ষিণ পাশে প্রতিষ্ঠিত রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমি ভবনের কাযক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু আমরা বক্তব্য দিলে হবে না। আমরা আমাদের সুযোগ-সুবিধার কথা বললে হবে না, বলতে হবে শিক্ষার্থীদের কথা। শিক্ষার্থীরা বলবে তাদের পারিবারিক অবস্থা কেমন, পরিবারের উপার্জন কেমন এবং তাদের কি প্রয়োজন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্ব ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর, পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক সেলিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মোস্তফা কামাল মজুমদার, মজিবুর রহমান মজিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।