মোঃ হোসেন বেপারী:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে দোয়া মিলাদ ও মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ জামালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম।
২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া। এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কোনও বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। অতীতে বাংলাদেশে গণহত্যার দিবসটি উপেক্ষিত হলেও বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। জাতীয় সংসদে গৃহীত এক প্রস্তাবের প্রেক্ষাপটে ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।
শেষে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে ফুল দিয়ে বরণ ও বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।