মোঃ হোসেন বেপারী:
জীবন থেকে কেটে গেছে ৭৩ বছর। ৭৪ ছুইছুই। ব্যবসা-বাণিজ্য আর রাজনীতি নিয়েই কেটে গেলো দিনকাল। জন্মভূমিতে কারুকাজে খচিত মনোমুগ্ধকর একটি মসজিদ নির্মাণ কাজ প্রায় শেষের পথে। পবিত্র শবে বরাতের দিনে মসজিদটিতে জুমার নামাজ আদায়ের মাধ্যমে যাত্রা শুরু। বলছিলাম হাজীগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের মেয়র আলহাজ্জ আবদুল মান্নান খান বাচ্চুর কথা। তিনি নিজস্ব আর্থায়নে নির্মিত মসজিদে নামাজ পড়ে মুসুল্লীদের উদ্দেশ্যে বলেন, এতো বছর পর নিজের মসজিদে নামাজ আদায় করার মাঝে প্রশান্তি খুঁজে পেলাম। ওইসময় তিনি কবি কাজী নজরুল ইসলামের সেই গজলের একাংশ বলতেও দেখা গেছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই/ যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই।
মসজিদটি হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামে ১০নং ওয়ার্ডে। নামকরণ করা হয়েছে রান্ধুনীমুড়া মেয়র বাড়ি জামে মসজিদ। মসজিদের পাশাপাশি একটি হাফেজিয়া মাদ্রাসাও করার পরিকল্পনা রয়েছে এই বিত্তবান মানুষটির। স্থানীয় মুসল্লীরা প্রথম দিনে মনোমুগ্ধকর এই মসজিদে নামাজ পড়ে তার এই অনুভূতির কথা তুলে ধরেন।
মসজিদটি এলাকাবাসীর তত্ত¡াবধানে পরিচালিত হবে বলেও জানান সাবেক মেয়র আলহাজ্জ আবদুল মান্নান খান বাচ্চু। প্রথম দিনে মসজিদে জুমার নামাজের আযান দেন সাংবাদিক এসএম মিরাজ মুন্সী। মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আজিজুর রহমান। নামাজ ও দোয়া মুনাজাত শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।