মেহেদী হাসান দিপু, ঢাকা:
ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক গত ৪ জুন (বৃহস্পতিবার) প্রানঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে নিজ বাসস্থানে ইন্তেকাল করেন।
আব্দুল খালেকের মেয়ে রওশন আরা বলেন গত ৩১ মে (রবিবার) শ্বাসকষ্ট জনিত কারণে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আব্দুল খালেক করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত না হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। ১লা জুন (সোমবার) তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত করার জন্য নমুনা দেয়া হয়। পরবর্তীতে তিনি তার নিজের বাসায় চিকিৎসাধীন অবস্থায় সকালবেলা ইন্তেকাল করেন এবং তার মৃত্যুর পর ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুল হুদা জানান আব্দুল খালেক করোনা রোগী ছিলেন বলে নিশ্চিত করেছে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিবারের সদস্য সহ সেচ্ছা সেবায় নিয়োজিত ভলেন্টিয়াররা তার দাফন কাজ সম্পন্ন করেন।