স্টাফ রির্পোটার:
চাঁদপুর শহরে বিভিন্নস্থানে রাতের আঁধারে উপহার নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন গৃহিনী ফাতেমা আক্তার সাথী। মানববতায় নিজেকে নিয়োজিত করা এ নারীর পরিচয় প্রথমে না জানা গেলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের কারনে তার পরিচয় জানা গেছে।
রাতের আঁধারে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বসবাসরত নিম্ন মধ্যবিত্ত পরিবার ও শ্রমজীবী মানুষগুলোর দরজায় “ত্রাণ নয়” উপহার নিয়ে রাতের আঁধারে হাজির হচ্ছেন ফাতেমা আক্তার নামের এই গৃহিণী। যিনি ওই ওয়ার্ডের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে নিরবে নিভূতে এমন একজন গৃহিনীর মানবসেবায় অনেকেই প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে পোস্ট দিয়েছেন।
জানা যায়, নাম পরিচয় গোপন রেখেই নীরবে নিভৃতে তিনি বেশ কিছুদিন ধরে এ কাজটি করে চলেছেন। সাথী ওই ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রাথী মোঃ ছিডু মিজির স্ত্রী ফাতেমা আক্তার সাথী।
উক্ত ওয়াডে ইতিমধ্যে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও খেটেখাওয়া শ্রমজীবী দেড় শতাধিক পরিবারের মাঝে তাঁর বিতরণকৃত উপহারগুলো ৩টি আইটেমের। অর্থ্যাৎ ১টি হলো খাদ্য সামগ্রীর প্যাকেট আর ২টি খাম ১টি তে ১০০০ টাকা অন্যটিতে ৫০০ টাকা।
খাদ্য সামগ্রী নিয়ে করা প্যাকেটটি সম্পূর্ণ ব্যতিক্রমী। এতে রয়েছে, ৫ কেজি চাল, সয়াবিন তৈল,মশারী ডাল, খেসারী ডাল, চিনি, পেঁয়াজ, ইফতারী বুট ও লবণ ১কেজি করে, রসুন ও আদা হাফ কেজি করে, দুধের প্যাকেট ২৫০ গ্রাম, চা পাতা ২০০ গ্রাম, বেশন ২৫০ গ্রাম, বনফুল সেমাই ১ পেকেট, সাবান রয়েছে ১ পিচ। এ উপহারগুলো কোন্ পরিবারকে কী দিবেন, খোঁজ নিয়ে তা নিজের সিদ্ধান্ত নিজে নিয়েই দেন।
এ প্রশংসীয় কাজটির জন্য প্রশংসা, অনুপ্রেরণা, উৎসাহ বা কৃতজ্ঞতা জানিয়ে কেউ কেউ ফাতেমা আক্তার সাথীকে নিয়ে নীরবে নিভৃতে মানুষের দুঃসময়ে সত্যিকারের মানব সেবার প্রকৃত উদাহরণ বা বিরল দৃষ্টান্ত উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেইসবুক পেইজে স্টাটাস দিয়েছেন।