মেহেদী হাসান দিপু, ঢাকাঃ
রাজধানীর মাতুয়াইল এলাকার মাহিন নামের সাড়ে ৩বছরের এক শিশুর অপহরণ ও হত্যার ঘটনা ঘটেছে। ২৮জুন রোববার দুপুরে মাতুয়াইলে জুলহাস এর বাসার পাশ থেকে তার শিশু ছেলেটিকে অপহরণ করা হয়। অপহরণ করার পর মুক্তিপণ চেয়ে জুলহাস থেকে ২০ লাখ দাবী করা হয়।
জানা যায়, গত ২৮ জুন (রবিবার) রাজধানীর মাতুয়াইল থেকে অপহরণ হয় সাড়ে ৩ বছরের শিশু মাহিন। পুরো একদিন হাসপাতাল ও বিভিন্ন জায়গায় খোজাখুজির পর না পাওয়া গেলে অতপর একটি অপরিচিত নাম্বারে ফোনে কল আসে এবং জানানো হয় মাহিনের অপহরণের বিষয়টি। মাহিনের মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা শিশু মাহিনের হত্যা করে রাজধানীর মান্ডায় অবস্থিত গ্রীন মডেল টাউনে মাহিনের লাশ ফেলে আসে।
অপহরণের বিষয়টি জানার পর মাহিনের পিতা জুলহাস গত ২৯ জুন (সোমাবার) সন্ধায় যাত্রাবাড়ী থানায় কল আসা মোবাইল ফোন নাম্বার সহ একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি পুলিশ কে জানান। অন্যদিকে পুলিশি সহায়তায় ফোন নাম্বারের মাধ্যমে অপহরণকারীকে ট্রেসিং করা হয়। তিনজন আসামীর মধ্যে ১ জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে এবং বাকী ২ জন আসামী এখনও পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামী জুয়েল জবানবন্দিতে এই হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। যাত্রাবাড়ি থানা পুলিশ ৩০ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ১১টায় শিশু মাহিনের লাশ মান্ডা অধিনস্থ্য গ্রীন মডেল টাউন থেকে উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম।
তিনি এক প্রতিক্রিয়ায় শপথ নিউজকে জানান, আসামী জুয়েলকে গ্রেফতারের মাধ্যমে তাদের বাকি সহযোগীদের শাস্তির আওতায় আনার জন্য ইতিমধ্যেই সকল পদক্ষেপ যাত্রাবাড়ী থানা পুলিশ গ্রহন করেছে এবং বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।