মোঃ রাসেল,কচুয়া(চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নে ১৬০টি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা আলী হোসাইন। তার নিজস্ব অর্থায়নে মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায়-দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
উত্তর কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী মোঃ আলী হোসাইন বলেন- আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদার ব্যক্তিরা যেন পবিত্র রমজান মাসে ভালোভাবে ইফতার করতে পারে সেজন্য রোজার পূর্বে ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। দেশের এই ক্লান্তিলগ্নে আজ এই ইফতার সামগ্রী বিতরন করি। সামনে পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসে যাতে স্বল্প আয়ের মানুষ রোজার রাখার পরে সন্ধায় ইফতার করতে পারে সেজন্য আমি সাধ্যমত কিছু করার চেষ্টা করছি। তাই আমি এবার চাল, ডালের পাশাপাশি ইফতার সামগ্রীও প্রদান করি। আগামীতেও দেশের দু:সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। তার এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, আহ্বায়ক কমিটির সদস্য আরিফ, কামরুল, রাসেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন!